ePaper

অনুশীলনে ছক্কা মেরে স্টেডিয়ামের ছাদ ভাঙলেন পান্ত (ভিডিও)

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডে অনুশীলনে নেমে চোট পেয়েছিলেন ঋষভ পান্ত। সেটা নিয়ে শঙ্কাও দেখা গিয়েছিল শুরুতে। কিন্তু ভারতীয় ভক্তদের যেন আশ্বস্ত করলেন এই উইকেটরক্ষক ব্যাটার। চোট যে গুরুতর নয় তা জানিয়ে দিয়েছেন ভারতীয় সহ-অধিনায়ক। অনুশীলনে স্টেডিয়ামের ছাদ ভেঙেই সেটার প্রমাণ দিয়েছেন পান্ত। ৫ ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে ভারত দল। সেখানেই অনুশীলনে পান্তের মারা ছক্কার ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এক শটে স্টেডিয়ামের ছাদে থাকা টালি ভেঙে দিয়েছেন তিনি।ওই ভিডিওতে দেখা গিয়েছে, নেটে ওয়াশিংটন সুন্দরের বলে ব্যাট করছেন পান্ত। একটি বলে মিড উইকেটের উপর দিয়ে মারেন। সেই বলটি গিয়ে পড়ে বেকেনহ্যাম স্টেডিয়ামের ছাদে। তাতেই, ছাদের একটি টালি ভেঙে গিয়েছে। এর আগে, নেটে ব্যাট করার সময় একটি বল লাফিয়ে পান্তের বাঁ হাতে লাগে। সেই জায়গায় আইসপ্যাক লাগাতে দেখা যায় ভারতের উইকেটকিপারকে। তবে চোট গুরুতর নয়। অনুশীলনের পর হোটেলে ফেরার আগে সাংবাদিকদের পান্ত জানান, সব ঠিক আছে। দলের চিকিৎসকও একই কথা বলেছেন। অনুশীলনের শুরুতে পান্তকে দেখা যায় দয়ানন্দ গরানি এবং রঘুর থেকে থ্রোডাউন নিতে। নিজের ফুটওয়ার্ক নিয়ে অনুশীলন করেন। এর পর স্পিনারদের বিরুদ্ধে নেটে খেলেছেন অনেকটা সময়। কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার বলে খেলেছেন। তৃতীয় ভাগে তিনি খেলেছেন পেসারদের। সেখানে জাসপ্রীত বুমরাহ, প্রাসিধ কৃষ্ণা, আর্শদীপ সিংহ ও মোহাম্মদ সিরাজের বল সামলেছেন পান্ত। অনুশীলনে পান্তের খেলার মধ্যে শান্ত মনোভাব দেখা গিয়েছে। খারাপ বলে বড় শট খেলেছেন। আবার দরকার মতো ডিফেন্সও করেছেন। স্পিনারদের বিরুদ্ধে ক্রিজ? ছেড়ে বেরিয়ে শট খেলার মানসিকতা অবশ্য দেখা গিয়েছে আগের মতোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *