মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. বি, এম সাইফুর রহমান এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ শে মে -২০২৫) কলেজ প্রভাষক পরিষদের উদ্যোগে ছাত্র-শিক্ষক মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের ইসলামিক স্ট্রাডিজের প্রভাষক কলিমুল্লাহ এর সভাপতিত্বে এবং ইংরেজী প্রভাষক কাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে গঠন মূলক বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর এ. বি, এম সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা শারমীন, বিদায়ী অধ্যক্ষের বন্ধুবর আব্দুর রহমান, মামুন আল-কবির, বিদায়ী অধ্যক্ষের ভাই সালতা নবকাম পল্লী কলেজের সহকারী অধ্যাপক এ. বি, এম সাইদুর রহমান, বিদায়ী অধ্যক্ষের সহ-ধর্মিণী জোবায়দা আফরোজ, বদলি জনিত প্রভাষক আব্দুল্লাহ আল-মতিন, নাজমুল হোসেন আকন্দ, অত্র কলেজের প্রভাষক শারমীন আক্তার, আমন্ত্রিত আইসিটি প্রভাষক জিল্লুর রহমান কাজল, কলেজের সাবেক ছাত্রনেতা সাইম ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষের অনুরোধে গান পরিবেশন করেন অত্র কলেজের বাংলা প্রভাষক হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের এ কলেজের কর্মজীবনে নানা বিষয় স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য তুলে ধরেন। কলেজের প্রভাষক ও কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে সম্মাননা স্বারক সহ পরে বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেন এবং বদলি জনিত প্রভাষক আব্দুল্লাহ আল-মতিন, নাজমুল হোসেন আকন্দকে একই অনুষ্ঠানের সাথে সম্মাননা স্বারক প্রদান করে অনুষ্ঠান শেষ করেন।
Related News
ফরিদপুরে প্রতিবাদে সড়ক অবরোধ: অধ্যক্ষের ওপর হামলায় উত্তাল শিক্ষার্থীরা
- admin-nabochatona
- January 17, 2025
- 0
ফরিদপুরে প্রতিবাদে সড়ক অবরোধ নিয়ে উত্তাল হয়েছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ। অধ্যক্ষ মো. মনজুরুল ইসলামের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর […]
মধুখালীতে কৃষি ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি ১৫ লাখ টাকার মালামাল লুট
- Sahin Alom
- July 14, 2025
- 0
মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালী উপজেলায় এক কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী দাসপাড়া গ্রামে। চুরির শিকার […]
আলফাডাঙ্গায় লিজ নেওয়ার জমির দুই লাখ টাকার ফসলের ক্ষতি
- Sahin Alom
- January 8, 2025
- 0
রোকসানা পারভিন, (ফরিদপুর) আলফাডাঙ্গা ৩০ শতাংশ জমি লিজ নিয়ে পেঁয়াজের চাষ করছিল চাষী আওয়াল মোল্যা। আবাদ করা পেঁয়াজের ক্ষেতে রাতের আঁধারে পাওয়ার টিলার দিয়ে চাষ […]