মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর ও মেগচামী ইউনিয়নের নরকোনা গ্রামের মানুষের কৃষি উৎপাদিত ফসল নিয়ে বিরালদি বাজারের প্রবেশের প্রধান সড়ক নরকোনা এই সড়ক ও ছোট দুটি ব্রীজ সংলগ্ন দু’পাশের ভাঙ্গাচোরা রাস্তায় জনদূর্ভোগ বেড়েছে। ছোট বড় খানাখন্দে বিঘ্ন ঘটছে যান চলাচল, একই সাথে হচ্ছে ছোট খাট দুর্ঘটনাও। বৃস্টিও দিনে বৃষ্টির পানি জমে পুরো এলাকা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া সড়কের পাশে খাল থাকায় রাস্তা দেবে গিয়ে ব্রীজ উচু হয়ে গেছে। তাই সড়কটি অবিলম্বে সংষ্কারের দাবি জানিয়েছেন যাত্রী, চালক ও পথচারীরা। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বহুদিন যাবত ব্রীজ সংলগ্ন দুই পাশের সড়কটি খানাখন্দে ভরা। রাস্তার বিটুমিন উঠে গিয়ে কোথাও উঁচু -নিচু, আবার কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামনে বর্ষা মৌসুম হওয়ায় এসব গর্তে পানি জমে থাকবে। গাড়ি চলাচলের পর সেই পানি পুরো এলাকায় ছিটিয়ায় পানি ও কাঁদা সৃষ্টি করবে। ফলে ফুটপাথ দিয়েও পথচারীরা চলাচল করতে পারে না। এই সড়কটুকু পার হতেই মানুষকে কাঁদা পানিতে একাকার হতে হয়। শান্তিপুর ও নরকোনা গ্রামের মানুষের নরকোনা ছোট দুটি ব্রীজ দিয়ে বিরালদি বাজারে যেতে মানুষের দুর্ভোগের যেন সীমা নেই। হাটের দিনে ও বাজারে সকাল-সন্ধ্যায় যারা বাজারে আসেন তারাও পড়েন ভোগান্তিতে। এছাড়া ফরিদপুরের মধুখালী উপজেলা এবং প্রতিবেশী জেলা -উপজেলার গুলোর সাথে সংযোগ স্থাপন করেছে নরকোনার ছোট দুটি ব্রীজটি। সেতুর ওপর দিয়ে পণ্য বোঝাই ট্রাক, পিকআপ, ইজিবাইক, অটো রিক্সা, ভ্যান সহ প্রতিদিন হাজারও যানবাহন চলাচল করতো এই রাস্তা দিয়ে বর্তমান রাস্তা ও ব্রীজের উপর দিয়ে। এমন বেহাল দশার কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের দাবি, মাসের পর মাস সড়কটির ভগ্নদশা থাকলেও মেরামত বা সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ইজিবাইক চালকরা বলেন, ব্রীজের দু-পাশের রাস্তার বেহাল দশার কারনে ব্রীজটি পার হতে যত ভোগান্তিতে পড়তে হয়। তাই এই রাস্তা জনবহুল রাস্তা হলেও বিকল্প রাস্তা দিয়ে ঘুরে দুঃখে কস্টে বিরালদি বাজার পিয়াজের হাটে যায় পিয়াজ বেচতে কৃষকদের ভোগান্তি পেতে হয়। উচু-নিচু এবং খানাখন্দের কারণে চাকা নষ্ট হয়। তাই তাড়াতাড়ি সংষ্কার না হলে কিছুদিন পর দুর্ভোগ আরও বাড়বে মানুষের। পথচারি কৃষক সুধাংশ কুমার দাস বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করা এখন খুবই কষ্টকর। কারন রাস্তা নিচু ব্রীজ উচু। এই রাস্তা দিয়ে ট্রলি চলে তাছাড়া বৃষ্টি হলেই পুরো রাস্তা কাঁদা পানিতে জবুথবু অবস্থা। অনেক সময় পোষাকও নষ্ট হয়। পথচারিদের পাশাপশি গাড়িচালক সহ এলাকাবাসি গুরুত্বপূর্ণ এ রাস্তাটি ও ব্রীজ দুটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন।
Related News

নওগাঁয় চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার স্বীকৃতি চেয়ে সংবাদ সন্মেলন
- Sahin Alom
- April 10, 2025
- 0
নওগাঁ প্রতিনিধি নওগাঁয় সরকারি চাকরি হওয়ার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে খালাতো বোনকে বিয়ে করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারি সোহেল রানা চয়েনের […]

গাজীপুরে ১৪০০ পিস নেশা জাতীয় ঞধঢ়বহঃধফড়ষ ট্যাবলেট সহ গ্রেফতার ২
- Sahin Alom
- June 1, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকা থেকে ৩১/৫/২০২৫ রাত ৩ ঘটিকার সময় ১৪০০(এক হাজার চারশত)পিস নেশা জাতীয় ট্যাবলেট সহ ২ জনকে আটক […]

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
- Sahin Alom
- June 4, 2025
- 0
সাহেদ চৌধুরী ফেনী প্রতিনিধি: সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল […]