জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় হানিকুইন জাতের আনারসের ভালো ফলন হয়েছে। তবে আনারসের আগাম ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও দাম না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন চাষীরা। এখন খাগড়াছড়ির বিভিন্ন এলাকার বিশাল বিশাল বাগানের আনারস পাকতে শুরু করেছে । রোজাকে সামনে রেখে এ বাগান গুলোতে লক্ষ লক্ষ আনারস উৎপাদন করা হয়ে ছিল।তবে রোজায় তেমন ক্রেতা না থাকায় এ আনারস দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা সম্ভব হয়নি ।খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে আনারসের জন্য সবচেয়ে বেশি আবাদ হয় খাগড়াছড়ি সদর উপজেলা, মহালছড়ি ও গুইমারা উপজেলা । আবহাওয়া অনুকূলে থাকায় এ বার চাষীরা লাভবান হয়েছে বেশি। আনারসের চারা তুলে তা প্রস্তুত রেখে প্রায় ১ মাসের চেয়ে বেশি সময় লেগে যায় জমি ঠিক করে আনারস চাষের উপযোগী করে তুলতে। তার পরে সারি সারি করে পাহাড়ের বুকে লাইন ধরে রোপণ করতে হয় হানি কুইন জাতের আনারস। জ্যৈষ্ঠ মাস আনারসের মধু মাস হলেও বর্তমানে খাগড়াছড়িতে কৃষি বিভাগের পরামর্শ মতে বিশেষ পদ্ধতিতে হরমোন ব্যবহারের মাধ্যমে সারা বছরই উৎপাদিত হচ্ছে উচ্চ ফলন শীল আগাম আনারস হানিকুইন।এক-একটি আনারস উৎপাদনে তাদের প্রায় ৫-৭ টাকা খরচ হয় এবং প্রতিটি আনারস সাইজ অনুসারে ১০-১৫ টাকা শুরু করে বড় আনারস প্রতিটি ২০-২৫ টাকা দামেও বিক্রি হয়।স্থানীয় চাষীরা জানান ,খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় হানিকুইন জাতের আনারসের আগাম ফলনে কৃষকের মুখে হাসিফুটলেও দাম না পাওয়ায় তারা হতাশা ব্যক্ত করেছেন।অপর দিকে ব্যবসায়ীরা জানান, এ বার খাগড়াছড়িতে হানিকুইন জাতের আনারস ফলন ভালো হয়েছে। তবে ক্রেতা না থাকার কারনে দাম পাওয়া যাচ্ছে না ।তারপরও বাগানে ফল পেকে যাওয়ায় নিয়ে যেতে হচ্ছে।খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, মোহাম্মদ বাছিরুল আলম জানান ,পাহাড়ে জুম চাষের পরিবর্তে বিকল্প চাষ হিসেবে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ বছর জেলায় ২০০জন আনারস চাষীকে সাড়ে ৪ লাখ আনারসের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। প্রত্যেক কৃষক পেয়েছে ২,২৫০টি করে আনারসের চারা । তিনি আরো বলেন এ বছর খাগড়াছড়িতে ১৬ হাজার ৬শ হেক্টর জমিতে হানি কুইন জাতের আনারস চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষমাত্রা ধরা হঢেছে ৪১ হাজার মেট্রিকটন। লক্ষ্য মাত্রার অধিক ফলন হবে বলে আশা কৃষি বিভাগের।
Related News
চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজন আট দফা দাবীতে মানববন্ধন করেছে
- Sahin Alom
- May 8, 2025
- 0
জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমূখে সকল আন্তঃনগর ট্রেন চালু এবং যমুনা রেলসেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপনসহ ৮ দফা দাবীতে মানববন্ধন, […]
মাগুরায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজন গ্রেফতার
- Sahin Alom
- April 23, 2025
- 0
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা : মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন […]
বাউবিতে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ শুরু
- Sahin Alom
- April 22, 2025
- 0
সাইফুল্লাহ গাজীপুর: কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (ঈঊগঈঅ), ইন্ডিয়া এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (ইঙট) এর যৌথ উদ্যোগে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল […]