সবুজ দাস, ফরিদপুর ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাব্বির জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর সরদারের ছেলে। গতকাল শনিবার আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়েছে। মামলার আসামীদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। তবে মামলাটির প্রথম শ্রেণীর নেতাকর্মীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গত শুক্রবার গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাব্বির হোসেনকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করেন। গতকাল শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, যুবলীগ নেতা সাব্বির হোসেনকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় শুক্রবার গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার অজ্ঞাত আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
নবীনগরে বাদাম চাষকে ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকরা
- Sahin Alom
- April 28, 2025
- 0
হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাদামের আবাদ। চলতি রবি মৌসুমে পুরো উপজেলায় বাদাম আবাদ হয়েছে প্রায় ৮৫ হেক্টর জমিতে। […]
ডাম্পট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পুলিশ
- Sahin Alom
- April 22, 2025
- 0
ফয়সাল আলম সাগর, (কক্সবাজার) চকরিয়া-পেকুয়া কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় তিনটি ডাম্পট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী […]
নোয়াখালীতে চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠােনে হামলার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
- Sahin Alom
- March 9, 2025
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও ৪ জনকে আহত করার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের […]