সবুজ দাস, ফরিদপুর ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাব্বির জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর সরদারের ছেলে। গতকাল শনিবার আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়েছে। মামলার আসামীদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। তবে মামলাটির প্রথম শ্রেণীর নেতাকর্মীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গত শুক্রবার গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাব্বির হোসেনকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করেন। গতকাল শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, যুবলীগ নেতা সাব্বির হোসেনকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় শুক্রবার গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার অজ্ঞাত আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার
- Sahin Alom
- May 6, 2025
- 0
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র গুলি ও ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানাল পাড় […]

ভারী বৃষ্টিতে ও পাহাড়ী ঢলে হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ
- dn-admin
- May 31, 2025
- 0
হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে হালদা নদীতে মা মাছ […]

তেরকান্দা দু’পক্ষের সংর্ঘষে ভাংচুর- অগ্নিসংযোগ আহত-৩০আটক-৪জন
- Sahin Alom
- April 9, 2025
- 0
মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধে জেরে তেরকান্দা দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। […]