ePaper

ফরিদপুরে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

লিয়াকত হোসেন, ফরিদপুর

ফরিদপুরে নদী ভাঙন কবলিত এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের চর টেপুরাকান্দি এফডিএ কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সোহরাব হোসেন। এফডিএ’র নির্বাহী পরিচালক আবু ছাহের আলমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এফডিএ’র প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিউও’র নির্বাহী পরিচালক হাফিজুর রহমান প্রমুখ। বেসরকারী উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি এফডিএ’র নিজস্ব অর্থায়নে ফরিদপুর সদর উপজেলার নদী ভাঙন কবলিত চরাঞ্চলের চারটি ইউনিয়নের এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাউল, ডাল, চিনি, তেল, সেমাই, গুড়া দুধ ও ছোলা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *