চুয়াডাঙ্গা প্রতিনিধি: আশ্রয়ণ প্রকল্পে বিদ্যমান জরাজীর্ণ সিআইসি ব্যারাকের স্থলে নির্মিত দ্বি-কক্ষবিশিষ্ট ১৬০ টি ঘর একক গৃহ ভুমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) বেলা ১২টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা-মাথাভাঙ্গা আবাসনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের এই উপহারের ঘর আপনাদেরই যত্ন করে রাখতে হবে। বাড়ির আশে-পাশে শাক-শবজি লাগাবেন। গরু-ছাগল পালনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ এর সভাপতিত্বে এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম আশিস মোমতাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আক্তার হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, সদর পৌর ভুমি অফিসার হযরত আলী এবং জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা।আশ্রয়ণ প্রকল্পে বিদ্যমান জরাজীর্ণ সিআইসি ব্যারাকের স্থলে নির্মিত দ্বি-কক্ষবিশিষ্ট ১৬০টি ঘর একক গৃহ ভুমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে হস্তান্তর কার্যক্রমের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাতিকাটা-মাথাভাঙ্গা আবাসন প্রকল্পে ৯৪টি, আকুন্দবাড়িয়া আবাসন প্রকল্পে ৪০টি এবং ফোরশেদপুর গ্রামে ২৬টি।ঘর পেয়ে খুশি হয়ে তাদের মনের কথা প্রকাশ করে উপকারভোগী আইনুল হক, পরিবানুসহ আরও কয়েকজন।এদিকে, ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌছালে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আবাসন প্রকল্পের উপকারভোগীরা। একই সাথে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকারভোগীদের প্রত্যেককে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Related News
অপহরণ মামলার ৮ দিনে উদ্ধার হয়নি ভিকটিম
- Sahin Alom
- February 20, 2025
- 0
রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর কালিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের শেখ মাসুম বিল্লাহর মেয়ে মোছা. মাকসুদা আক্তার মীম (১৫) তেঘরিয়া গ্রামস্থ জামিয়া আয়েশা সিদ্দীকিয়া মাদ্রাসা এন্ড এতিমখানা […]
নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানীর জীবন, কর্ম ও উত্তরসূরিদের কথা শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন
- Sahin Alom
- January 23, 2025
- 0
পি. কে. বিশ্বাস বাংলাদেশ জাতীয় জাদুঘর বুধবার ২২ জানুয়ারি জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী: জীবন, কর্ম ও উত্তরসূরিদের কথা’ শীর্ষক সেমিনার ও […]
সবজির দাম কমে যাওয়ায় হতাশ কৃষক
- Sahin Alom
- December 29, 2024
- 0
নিজস্ব প্রতিবেদকসারা বছরই বিভিন্ন সবজির আবাদ করে জীবিকা নির্বাহ করেন এ জেলার চাষিরা। জেলার মানুষের অর্থকরী ফসল বিভিন্ন সবজি। এবছরেও ব্যাপক পরিমাণে সবজির চাষ হয়েছে। […]