ePaper

বাউবির মাদ্রাসা প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাইফুল্লাহ গাজীপুর:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রামের ২০২৫ব্যাচের ফরিদপুর সাবজেননেছা মহিলা কামিল মাদ্রাসা স্টাডি সেন্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশ অনুষ্ঠান ১৫ মার্চ ২০২৫  শনিবার মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশ অনুষ্ঠানে প্রধান রিসোর্স পারসন বাউবির অধ্যাপক ড. মুহা আমিরুল ইসলাম বিএমএড প্রোগ্রামের বিষয় ভিত্তিক তথ্য উপাত্ত উপস্থাপনসহ প্রোগ্রামের প্রয়োজনীয়তা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন।

ওরিয়েন্টেশ প্রোগ্রামে বিশেষ রিসোর্স পারসন বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক গবেষক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন  মাদ্রাসা শিক্ষাধারায় পেশাগত প্রশিক্ষণ, দক্ষজনবল ও মানব সম্পদ তৈরি, মাদ্রাসা শিক্ষকদের মাদ্রাসা বিষয়াবলী নিয়ে আরো যুগোপযোগী করে গড়ে তোলা এবং গুণগত মানসম্পন্ন দক্ষ শিক্ষক তৈরির বিষয়ে আলোক পাত করেন। এছাড়াও, তিনি গণমানুষের  দোরগোড়ায় ও দেশ বিদেশে বাউবির শিক্ষা সেবা বিস্তরনে সকলের সহযোগিতা কামনা করেন।

মাদ্রসার অধ্যক্ষ মো: আলমগীর হোসাইন এর সভাপতিত্বে বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের বিএমএড প্রোগ্রাম অফিসার ফারুক আহমেদ বিএমএড প্রোগ্রামের সিলেবাস, কোর্স, ক্রেডিট, পরীক্ষা ও পাঠদান পদ্ধতি তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সরকারী টিচাস ট্রেনিং কলেজের শিক্ষক ও বিএমএড প্রোগ্রামের টিউটর মো: গোলাম জাওহার। এছাড়াও টিউটর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর সরকারী টিচাস ট্রেনিং কলেজের শিক্ষক এবং বিএমএড প্রোগ্রামের টিউটর মো: মাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবজেননেছা মহিলা কামিল মাদ্রাসার শিক্ষক ও বাউবির টিউটর সৈয়দ গোলাম কিবরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *