পি. কে. বিশ্বাসঃ শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশ’ বৃহত্তর গোপীবাগ শাখার উদ্যোগে কে. এম. দাস লেনের ভোলানন্দগিরি আশ্রমে ১৪ মার্চ শুক্রবার বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যান কামনায় শ্রীশ্রী গীতাজয়ন্তী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপি শ্রীশ্রী গীতাযজ্ঞ (হাম)-২০২৫ মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। শ্রী নিত্যানন্দ চক্রবর্তীর সভাপতিত্ব ও শ্রী নিত্যানন্দ বর্দ্ধন এর সম্পাদনায় অনুষ্ঠানটি মহিমান্বিত হয়। একগুচ্ছ অনুষ্ঠান অর্পনমালায় সহস্রকন্ঠে যাজ্ঞিক, ঋত্বিক ও হোতাদের স্থন্ডিলে হোমাহুতির সাথে অমৃতবর্ষিনী শ্রীমদ্ভগব˜্গীতার সপ্তশতী শ্লোকমালা উচ্চারিত হয়েছে। সুপ্রভাত হতেই যথাক্রমে মঙ্গলাচরন, বেদপাঠ, চন্ডীপাঠ, শ্রীকৃষ্ণ পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং সংঘ সংগীতের মাধ্যমে সংঘ পতাকা উত্তোলনে সম্মান প্রদর্শিত হয়। শ্রীশ্রী গীতা মন্ত্র উচ্চারনের মাধ্যমে হোমযজ্ঞে পৌরহিত্য করেন শ্রী প্রদীপ কুমার আচার্য্য ও শ্রী মৃনাল কান্তি আচার্য্য। মহানাম কির্ত্তন ও পদাবলী কির্ত্তন পরিবেশিত হয় নীফামারী থেকে আগত মাধবী রানী সরকার ও তার দলের সুমধুর সুললিত কন্ঠে। দুর-দুরান্ত থেকে আগত শতশত হিন্দু ধর্মাবলম্বী সনাতনী ভক্তবৃন্দের উপস্থিতি ও পদচারনায় মুখরিত প্রঙ্গনটি যেন এক বৃন্দাবন ধামের আবহ তৈরী হয়েছে। মুহুূর্মুহু হরিধ¦নী, শঙ্খধ¦নী ও মাতৃমন্ডলীর উলুধ¦নীতে চারিদিক প্রকম্পিত হয়েছিল। ২য় পর্বের শুরুতে শ্রীকৃষ্ণ পূজা, ভোগারতি, মহাপ্রসাদ পরিবেশন ও বিতরন, শ্রীমদ্ভগব˜্গীতা পাঠ ও অন্যান্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মহামঙ্গল তারকব্রক্ষ্ম নামকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন করা হয়। শ্রীশ্রী গীতাসংঘ বাংলাদেশের বৃহত্তর গোপীবাগ শাখা কর্তৃক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের পাশাপাশি সহ-সাধারন সম্পাদক শ্রী নির্মল চন্দ্র ঘোষের অপরিসীম ভুমিকায় যজ্ঞানুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। রতন কুমার মজুমদার সহ একগুচ্ছ পরম ভক্তবৃন্দের সমন্বয়ে ও স্বেচ্ছাসেবী দলের অক্লান্ত পরিশ্রমের দানে অনুষ্ঠানটি সফলতা পায়। পূন্যলাভের বাসনায় সামর্থ অনুযায়ী পরম ভক্তবৃন্দের মুক্তহস্তে দানের মহিমায় সর্বদাই উক্ত ধর্মীয় অনুষ্ঠানটি উদ্ভাসিত ও উৎসারিত হয়ে থাকে।
মহাআয়োজনে গোপীবাগ ভোলানন্দগিরি আশ্রমে শ্রীশ্রী গীতাযজ্ঞ(হোম)-২০২৫ অনুষ্ঠিত
