মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের প্রধান রাস্তা সহ ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ পাকা রাস্তাগুলো কৃষকদের মৌসুমী ফসল মাড়াই ও শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত উপজেলা সদরে আশা ছোট-ছোট যানবাহন ও পথচারীদের। উপজেলার মেইন রাস্তাসহ গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের পাকা রাস্তায় মসুর, খেসাড়ি, গম, ধনিয়া, রাই সরিষাসহ নানা প্রকার রবিশস্য শুকানো ও মাড়াইয়ের জন্য বাড়ির উঠানের মত সড়ক ব্যবহার করছে এলাকার কৃষক। পর্যাপ্ত রোদ আর রাস্তায় চলাচলরত গাড়ির চাকায় সহজে ফসল মাড়াই হওয়ায় এদের কাছে বাড়ি সংলগ্ন রাস্তা হয়ে উঠেছে ফসল শুকানো ও মাড়াইয়ের প্রিয় স্থান। তাছাড়া আজকাল বাড়িতে স্থান সংকটে নেই আগের মত খলেন পালান। ফলে রাস্তাই তাদের ব্যবহার করতে হচ্ছে। উপজেলার ঢাকা-খুলনা প্রধান সড়ক থেকে সোজা উত্তরে আড়পাড়া বীরশ্রেষ্ঠ সড়ক হয়ে আড়পাড়া, পূর্ব আড়পাড়া, কলাইকান্দা, কোড়কদি, মধুখালী থানা সড়ক সহ ছোট বড় প্রায় সকল রাস্তার অবস্থা একই। বিগত দিনে ঘটছে দুর্ঘটনা, ঘটছে জীবনহানী। পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। তাই বর্তমান বিগত দিনের মত দূর্ঘটনার শিকার হবে বলে ধারনা করা হচ্ছে। তাই এ রকম দুর্ঘটনার শিকার ইজিবাইক, মোটরসাইকেল চালকসহ বাইসাইকেল আরোহী কয়েকজনে বলেন, ফসল রাস্তার ওপর শুকানো এবং মাড়াই করায় ফসলে পিছলে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। মোটরসাইকেল চালকরা এ সমস্যায় পড়ছে বেশি। এ অবস্থার প্রতিকারের জন্য ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।