লিয়াকত হোসেন, ফরিদপুর
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বাংলাদেশ নির্বাচন কমিশনে রাখা ও প্রস্তাবিত “জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরন) অধ্যাদেশ, ২০২৫” বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বাইরে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ, ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস। বক্তারা বলেন আগামী ১৮ মার্চের মধ্যে বিদ্যমান আইন বাতিল করে এনআইডিকে নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করতে দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী বুধবার সারাদেশে কর্মবিরতি পালন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধনে- ‘এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়, ’ ‘দাবি মোদের একটাই ইসির অধীনে এনআইডি চাই, ’ ‘ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়, ’ ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি স্লোগান দেওয়া হয়। বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আপাতত জাতীয় পরিচপত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ভবিষ্যতে তা স্বাধীন সংস্থার অধীনে যেতে হবে। গতকাল দুপুরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি ঘোষণা দেয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনআইডির সব কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশে নিজ অফিসের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত জানায়।