শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
অবশেষে মৃত্যুর কাছে হেরে গেল শিশু আছিয়া খাতুন। টানা ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জার লড়ে চলে গেল না ফেরার দেশে। আলোচিত এ শিশুকে নিয়ে সারা দেশে হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শিশু ধর্ষকের ফাঁসি চেয়ে শিক্ষার্থী, জনতাসহ নানা শ্রেণি পেশার মানুষ ছিল রাস্তায়। ঘেরাও করেছে আদালত চত্বর, বিচার চেয়ে দেওয়া হয়েছে স্মারক লিপি। এদিকে, শিশু আছিয়ার মৃত্যুর খবর নিজ বাড়ী মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌছালে সেখানে কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবারের আত্নীয়-স্বজন ও পাড়া প্রতিবেশির মধ্যে। মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে আছিয়াদের বাড়িতে। পুরো এলাকায় হয়ে পড়ে শোকাচ্ছন্ন। মাঠপাড়া শিশু, কিশোর-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি। এ ঘটনার শাস্তি দাবী করে তারা। শিশুটির ফুফুতো ভাই রাসেল কাঁদো কন্ঠে বলেন, আমাদের আছিয়া আর নেই। আমি কার সাথে খেলা করবো, কে আমাকে ভালোবাসবে। এ ঘটনার পর থেকেই আমি সব সময় ঢাকার আমাদের পরিবারের সবার সাথে যোগাযোগ রক্ষা করছি আর আল্লাহর কাছে সব সময় দোয়া করছি সে যেন বেঁচে ওঠে। শিশুটির চাচা ইব্রাহিম শেখ বলেন, আছিয়ার মৃত্যুর খবরে আমাদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মাগুরা বিভিন্ন স্থানের মানুষ আমাদের বাড়িতে ছুটে আসছে। ঢাকা থেকে তার মৃত্যুর খবর শোনা মাত্র আশি আমার আত্নীয়-স্বজন, পাড়া প্রতিবেশিদের মাঝে জানায়। মেয়েটির বাবা মানষিক প্রতিবন্ধী। সে ভালোভাবে কথাবর্তা বলতে পারে না। আমি সব সময় আছিয়ার পরিবারের সাথেই থাকবো। এ ঘটনার প্রকৃত দোষীদের সর্ব্বোচ শাস্তি দাবী রেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। আছিয়ার পারিবারিকসূত্রে জানা যায়, তার মরদেহ গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাগুরাতে পৌছানোর কথা রয়েছে। তারপর এশা নামাজের পর জানাযা শেষে আছিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে দাফন করা হবে।
এদিকে, শিশু আছিয়ার মৃত্যুর খবর মাগুরা শহরে পৌছালে ছাত্র-জনতা বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও আদালত চত্বর ঘেরাও করে। তারা মুল ধর্ষকের ফাঁসি চেয়ে নানমুখী শ্লোগান দিতে থাকে। শিশু আছিয়ার মৃত্যুতে তার গ্রামের পাশাপাশি মাগুরা শহরেও নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার এ মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না কেউ। এত অল্প বয়য়ে একটি শিশু নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে মারা গেল তা কাম্য নয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, মহদেহ ময়না তদন্ত শেষে রাতে মাগুরায় পৌছাবে।