মো. রুহুল আমিন রাজু, জামালপুর
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি -(১৮০৮/৭৫, ১৯৬২-১৯৬৩) মেলান্দহ উপজেলা শাখা, জামালপুরের আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল, তিনি বলেন শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, আপনারা বাংলাদেশ কে সঠিক পথে পরিচালনা করবেন, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন, সততার পক্ষে কাজ করবেন এবং ছাত্র -ছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেলান্দহ উপজেলা শাখার সভাপতি এন, এম, মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মোহন তালুকদার, জামালপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ, ঢাকা কাস্টম এজেন্ট এমপ্লরীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম রাকিব প্রমুখ নেতৃবৃন্দ।