আহসান বিশ্বাস, কুষ্টিয়া
এইচ এন্ড এস গ্রুপ এই লক্ষ্যে কুষ্টিয়ায় দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করে কুষ্টিয়া শহরের অদূরে মিরপুর উপজেলার মশান এলাকায় একটি শিল্প পার্ক তৈরি করছে এই শিল্পগোষ্ঠী। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন ৫০ একর জায়গার ওপর এই পার্কটিতে এইচ এন্ড এস গ্লাসওয়্যার উৎপাদনের কারখানা করা শুরু হয়েছে। এরই মধ্যে গ্লাসওয়্যার উৎপাদনের কারখানার জন্য ৫টি ভবন নির্মাণের কাজও শেষ হয়েছে। গেলো ফেব্রুয়ারী মাসে এই পণ্যটির পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি র সিইও ফারমান আর চৌধুরী ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এইচ এন্ড এস গ্রুপের চেয়ারম্যান হিসাব উদ্দিন, প্রতিষ্ঠানের পরিচালক রাজু, ডা. সাজুসহ প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই শিল্প পার্কটিতেই এক হাজার ৫০০ লোকের কর্মসংস্থান হবে। ইতিমধ্যেই উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে দেশের বাজারে এইচ এন্ড এস গ্লাসওয়্যারের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। এর বাজারও ক্রমাগত বড় হচ্ছে।