গাইবান্ধা প্রতিনিধি
সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত ও দেশের বিভন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে উদ্যোক্তারা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ‘গাইবান্ধা উদ্যোক্তাবৃন্দ’ ব্যানারে শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধার সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সিফতান আহম্মেদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, নারী উদ্যোক্তা মাহবুবা সুলতানা, তাসলিমা আজম লিজা, মাহফুজা আক্তার তন্নী, রনী চাকী, নারী ফুটবলার মেহজাবিন প্রমুখ।