ePaper

হাটহাজারীতে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

সুমন পল্লব হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার মাদকসেবীকে জেল জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ার পুল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ারপুল নামক স্থানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারী (সার্কেল) এর পরিদর্শক এস এম আলম খাঁনের সহযোগিতায় উল্লেখিত চারজনকে মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম মাদকদ্রব্য (গাজা) উদ্ধার করা হয়। পরে তাদের চারজনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার কড়িয়ার দিঘীর পাড় এলাকার উকিল বাড়ির মো.নুরুল ইসলামের পুত্র মো:রুবেল (২৫), পৌরসভার চন্দ্রপুর গ্রামের রবি বনিকের পুত্র রাখাল বনিক(৩১), পৌরসভার আদর্শ গ্রামের মো.শামসুল আলমের পুত্র আব্দুল আজিজ (৩৪) এবং সিলেট জেলার জাফলংয়ের রোহিঙ্গাহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র মো.জহিরুল ইসলাম (৩৭)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *