ePaper

নরসিংদীর পলাশে অটোরিকশায় যাওয়া নিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা, গুরুতর জখম বাবা

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও তার বাবাকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আলম মিয়ার ছেলে। আহত আলম মিয়াকে (৫৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তার সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে যেতে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তার অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক নিয়ে যেতে রাজি হন। এতে হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে মুকুলকে দেখে নেয়ার হুমকি দেন হিমেল ও তার সহযোগীরা। পরে রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তার সহযোগীরা। মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তার ছেলে সুমন মিয়া। এ সময় তাদেরকে মুকুলের লোকজন ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান হিমেল ও তার সহযোগীরা। স্বজন ও স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং আলম মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পলাশ থানা পুলিশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *