লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো চিফ:
দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে মঙ্গলবার(১১ মার্চ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষণের শিকার এক শিশুর মা, স্থানীয় শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন জেবা তাহাসিন, তানিয়া আহমেদ, মো. আশিক এবং ধর্ষণের শিকার এক শিশুর মা। তারা বলেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আমরা চাই, ধর্ষকেরা যেন কোনোভাবেই রক্ষা না পায় এবং তাদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ধর্ষকদের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাই নাই’, ‘চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান।
ধর্ষণের শিকার এক শিশুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তানের ওপর যে অত্যাচার হয়েছে, তা কোনো মা-বাবার কাছেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, ধর্ষকেরা যেন কঠোর শাস্তি পায় এবং এই ধরনের ঘটনা যেন আর কখনও না ঘটে।
স্থানীয় শিক্ষার্থী তানিয়া আহমেদ বলেন, ধর্ষণের মতো অপরাধ শুধু একজন নারীর জীবনই নষ্ট করে না, এটি সমাজের জন্য একটি কলঙ্ক। আমরা চাই, ধর্ষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর হোক এবং দোষীদের দ্রুত বিচার হোক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আন্দোলন ধর্ষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ফরিদপুরের এই মানববন্ধন তারই ধারাবাহিকতা।