ePaper

গাইবান্ধায় ৩ লাখ ৫৩ হাজার ১১৩ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

গাইবান্ধা প্রতিনিধি

আগামী ১৫ মার্চ দেশজুড়ে চলবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। একদিনের এই ক্যাম্পেইনে গাইবান্ধা জেলার সাড়ে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ক্যাম্পেইন উপলক্ষে গাইবান্ধার সিভিল সার্জনের কার্যালয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। কর্মশালায় গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান জানান, ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এসময় গাইবান্ধা জেলার ৩ লাখ ৫৩ হাজার ১১৩ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে স্বাস্থ্য বিভাগের। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৬৭৫ জন শিশুকে ১টি নীল রঙের এবং ৩ লাখ ১৭ হাজার ৪৩৮ জন ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় মোট ২ হাজার ৩৩টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ ও ডা. কাজী আহসানুল হাসিব, ইপিআই সুপার হালিম সরকার ও নিউট্রেশন ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রায়হানা ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *