মধুখালী প্রতিনিধিঃ স্কুলের জমি দখল করে ২৯টি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কিন্তু তালিকায় আছে ২২। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষ জানান ১৯৯৪ সাল থেকে স্থানীয় প্রভাবশালীরা পাকা ও সিনসেট দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছে। এ ঘটনায় সরেজমিন পরিদর্শন করে সত্যতা পাওয়া যায়। তবে দীর্ঘ দিনেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। স্কুলের এ্যাডহক কমিটির সদস্য ও স্থানীয়রা জানান, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ মোট ৯৮ শতক। এর মধ্যে পূর্ব ও উত্তর দিকের কিছু জমি প্রভাবশালীরা দখল করে মার্কেট প্রতিষ্ঠিত করে এবং ভাড়া দিয়ে খায়। যার হালদাগ নং ৭০৮৭। সেখানে স্থানীয় প্রভাবশালীরা পাকা সিনসেট দোকান ঘর তৈরি করে ব্যবসা করে যাচ্ছেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৯৪০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত। স্থানীয় প্রভাবশালীরা স্কুলের জায়গা দখল করে সেমিপাকা ও টিনসেট দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করার সত্যতা পাওয়া যায়। তিনি আরও বলেন আমরা স্কুলের পক্ষ থেকে নির্ধারিত হারে ভাড়া ২০১৯ থেকে ২০২০ ইং সাল পর্যন্ত ভাড়া উত্তোলন করেছি এর পর আর ভাড়া কেহ দেয় না। দীর্ঘদিন পার হলেও বিগত সরকারের আমলে প্রভাবশালীদের কারনে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি কর্তৃপক্ষ। তবে বর্তমানে মার্কেটের ৯টি দোকান পুড়ে যাওয়ার পর আবার যখন প্রভাবশালীরা ঘর তুলতে যায় তখন আমরা স্কুল কমিটি এবং স্থানীয়রা মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেলকে অবগত করে ঘর তুলতে বাধা দেয়। যাহা বর্তমান স্কুলের সভাপতি এবং মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল কে জানানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোন প্রকার কেহ ঘর তুলতে পারবে না। আদেশক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ।
Related News

ওয়াকিটকি ও সেনাবাহিনীর আইডি কার্ড সহ একজন আটক
- Sahin Alom
- April 24, 2025
- 0
মো. সামিউল আলম, (দিনাজপুর) বিরামপুর দিনাজপুরের বিরামপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শান্তিমোড় এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ওঁত পেতে থাকা […]

১৪ বছর ধরে অকেজো পড়ে আছে শাহজাদপুরে দুই অ্যাম্বুলেন্স
- Sahin Alom
- March 12, 2025
- 0
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্স ১৪ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। অন্য একটি অ্যাম্বুলেন্স দিয়ে কোনোরকমে সেবা দেওয়া হচ্ছে। […]
শ্যামনগরে জুয়ার মাস্টার এজেন্ডরা রক্ষা পেতে রাজনৈতিক নেতাদের ছায়াতলে
- Sahin Alom
- December 27, 2024
- 0
রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর জুয়ার মাস্টার এজেন্ডরা নিজেদের রক্ষা করতে রীতিমতো দৌড়ঝাপ শুরুকরেছে। অনেক মাস্টার এজেন্টদের দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের সাথে চলাফেরা করতে। রাজনৈতিক নেতাদের […]