ePaper

পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবে জেলার কর্মরত আইনজীবিদের চা চক্র অনুষ্ঠিত

কাজী মামুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি::- গতকার রবিবার ইফতারির পর জেলার র্কমরত আইনজীবিদের নিয়ে এক চা চক্ররের আয়োজন করে পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাব। এ সময়ে উক্ত চা চক্রে উপস্থিত ছিলেন, মো: আবু সাঈদ খান (শামীম) সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) জেলা দায়রা জজ অদালত, পটুয়াখালী ও মো: আনোয়ার হোসাইন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার জেলা দায়রা জজ অদালত, পটুয়াখালী এবং দৈনিক প্রলয় পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর ও পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা লায়ন মো:মির্জা সোবেদ আলী-সহ ক্লাবের সাংবাদিক বৃন্দ্র উপস্থিত ছিলেন। জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো: মতিউর রহমানের সভাপত্তিতে অয়োজিত চা চক্রে সঞ্চালনা করেন সাধারন সম্পাদক কাজী মামুন। চা চক্রে আগত অতিথিরা বলেন, সত্য বস্ত নিষ্ঠ সংবাদ প্রর্দশন করে আপনারা দেশ ও দশের কাজে সর্বদা নিয়োজিত থাকবেন, কে কোন দল করে থাকলে তা সব ভুলে দেশ গঠনে বলিষ্ঠ ভ’মিকা রাখতে হবে, আপনাদের চলার থে বহু বাধা নিষেধ হুমকি আসবে, সকল হুমকি দামকি সামনে রেখে আপনাদের আগাতে হবে। এ সময় অতিথিরা ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন কোন প্রকার প্রপাগান্ডা, বিভ্রান্তিকর তথ্য চিত্র দেয়া থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *