ePaper

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্টার দাবিতে পঞ্চম দিনের মতো মাগুরা-ফরিদপুর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে মাগুরার সর্বস্তরের জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১১টায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, মাগুরা চেম্বার অব কমার্স, মাগুরা প্রেসক্লাব, মাগুরা জেলা পরিবেশক সমিতি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা, সপ্তক সাহিত্য চক্র, মাগুরা সাংস্কৃতিক ফোরাম, পরিবর্তনে আমরাই, সম্মিলিত নাগরিক সমাজ, সুপ্রভাত বাংলাদেশ মাগুরা শাখা, সারা বাংলা ৮৮ মাগুরা, নৃত্যাঙ্গন ও লোক সংস্কৃতি কেন্দ্র, সুরসপ্তক মাগুরা, বাংলাদেশ ছাত্র শিশির মাগুরা জেলা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা শাখা অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর, পিকুল খান, আলমগীর হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা গণকমিটির আহবায়ক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, কেন্দ্রীয় বাসদের সদস্য শম্পা বসু, জেলা জাসাসের আহবায়ক এ্যাড কাজী মিহির, সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান, সুদেব চক্রবতী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন মাগুরা মেডিকেল কলেজ বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। আমরা জোরালো ভাবে দাবী জানাই, কলেজের সামান্য কিছু সংকট নিরসন ও ডিপিপি অনুমোদন করে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হোক। বক্তারা আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিদর্শন দল কলেজটি পরিদর্শন করে সন্তষ্টি প্রকাশ করেছেন। মাগুরা মেডিকেল কলেজের একাডেমিক ও অবকাঠামোগত মান যথেষ্ট উন্নত তাই কলেজটিকে বাঁচিয়ে রাখা সরকারের কর্তব্য। আমরা বর্তমান সরকারের প্রতি বিনয়ের সাথে বলতে চাই দ্রুত মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন চাই এবং সকল প্রকার যড়যন্ত্র রোধ করে এটা প্রতিষ্ঠার দাবী জানা জানায়। এ দাবী বাস্তবায়ন না হলে সমাবেশে বক্তারা আরো কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন। কারণ এটা সম্মিলিত মাগুরাবাসীর জোর দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *