ePaper

রায়পুরায় ওজন ও পরিমাপ মানদণ্ড ঠিক না থাকায় মোবাইল কোর্টে জরিমানা

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড ও পন্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক ঠিক না থাকায় মোবাইল কোর্টে জরিমানা করা হয়।

বুধবার(৫ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা রুবেল এ জরিমানার রায় ঘোষণা করেন।

তিনি জানা, পন্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারা অনুযাযী ২ টি মামলা- ৩ হাজার টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ও ৪৮ ধারায় ৪ টি মামলা ১৪ হাজার টাকা মোট মামলা ৬ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বলেন, রমজান মাস উপলক্ষে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা করছি যেনো দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *