কাজী মামুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি::-
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে তেলিখালী গ্রামে একাধিক এযাহার ভুক্ত মামলার আসামি নাসির মৃধার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী। ৫ই আগস্ট ফেসিস্ট সরকারের পতন হলেও এলাকায় কমেনি অবৈধ টাকার ঝনঝনানি ও সাধারণ মানুষের উপর নির্যাতন, নাসির মৃধা বিগত ফেসিস্ট সরকার আমলে ১৬ বছর সাধারণ মানুষের জমিসহ খাল বড়াট করে পাঁকা ভবন এবং সরকারি খাসজমি ভোগ দখল করে আসছেন বলে অভিযোগ স্থানীয় মানুষের। সরজমিন গেলে জনা যায় তেলিখালী গ্রামের মোল্লাবাড়ি কালাম মোল্লা (৬০)সালাম মোল্লা (৫৭) মৃত ইসমাইল মোল্লার আবাদি ফসল জমি কোন কিছু না বলে সম্পন্ন নিজের পেশি শক্তি দ্বারা ভেকু দিয়ে পুকুর ও গেড় খনন করেন, এসময় ভুক্তভোগী এবং এলাকার স্থানীয় মানুষ বাঁধা দিলে কোন রকম কর্ণপাত করেনি অভিযুক্ত নাসির মৃধা। পরে কুল-কিনারাহীণ হয়ে ছুটে আসেন পটুয়াখালী সদর থানায় এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করতে ঘটনাস্থলে পরিদর্শন করেন পটুয়াখালী সদর থানার এস আই রাসেল হাওলাদার। এ ব্যাপারে মুঠোফোনে এস আই রাসেল হাওলাদের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সংবাদকর্মীরা ঘটনা স্থানে উপস্থিত হলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান নাসির মৃধা ও তার বড় ছেলে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং স্থানীয় খাল বড়াট করে পাঁকা ভবন, রাইস-মীল সহ বিভিন্ন দোকান ঘরে হতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা তার বড় ছেলে শাহীন মৃধা ইয়াবা সেবন ও ইয়াবা বিক্রির সাথে জড়িত বিগত দিন শাহীন মৃধা ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার হন বলে জনান উপস্থিত স্থানীয় সাধারণ ও ভুক্তভোগীরা। সার্বিক বিষয়ে অভিযুক্ত নাসির মৃধা বলেন আমার নিজ জমিতে আমি মাটি খনন করেছি, যদি কারো জমি আমি খনন করে থাকি তাহলে কাগজ পত্র নিয়ে বসলে সব বেড় হয়ে যাবে। এবং কি যদি কারও জমি আমি নিয়ে থাকি বা খনন করে থাকি তাহলে তা বড়াট করে দিবেন বলে তিনি প্রতিবেদককে জানান। তবে স্থানীয় বাজারে অবৈধভাবে জমি দখল এবং খাল বড়াটের বিষয় তিনি কোন কথা বলেন নি।