ePaper

শ্যামনগরে দুর্বৃত্তদের হামলায় তাতীদলের নেতা সহ পাচ জন আহত

রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর

সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় জেলা তাতীদলের সাবেক সহসভাপতি সহ ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর ও আশংকাজনক অবস্থার কারনে তাতীদলের নেতা জি এম আবু ইউছুপ সহ সাদিকুর ইসলাম কে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এঘটনায় শ্যামনগর থানায় ১৫ জন কে আসামী করে মামলা দায়ের হয়েছে। যার নং ০৩, তারিখ ০৩/০৩/২৫। হাসপাতাল ও এজাহার সূত্রে জানা গেছে, পুর্ব শুক্রতার জের ধরে ও আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার লক্ষ্যে এজাহার ভুক্ত আসামীরা শুক্রুতা পোষন করতে থাকে। এক পর্য্যায় সুযোগ বুঝে সোমবার সকালে উপজেলার নুরনগর মাছের সেট সংলগ্ন এলাকায় আমাকে পেয়ে তারা দলবদ্ধ ভাবে লোহার রড, বাশের লাঠি, হাতুড়ী ও জ্বি আই পাইপ দিয়ে আমার উপর এ্যালোপাতাড়ী মারপিট করতে থাকে। এ সময় এজাহার ভুক্ত আসামীদের বাধা দিলে তারা আমার পক্ষের সাদিকুর ইসলাম, শমসের গাজী, বাবু গাজী, ও আশরাফুল আলম নান্টুকে ও ব্যাপক মারপিট করে, এ সময় তারা আমার ও আমার লোকজনের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন সহ অন্যান্য জিনিস পত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই এলাকার গোলাম হোসেন মোড়লের পুত্র শাহজালাল বাদশা, ফজিয়ার ধোপার পুত্র মিজান ধোপা, মোশাররফ ধোপা, শাহিনুর রহমান ধোপা সহ আমিনুর রহমান, নাছির মোড়ল, সালাউদ্দিন মোড়ল, তপন অধিকারী, নবাব গাজী, লাভলু মোড়ল, সাকির হোসেন, আসিব মোড়ল, রফিকুল ইসলাম, রহিম ধোপা ও কাওছার আলকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে জেলা তাতীদলের সাবেক সহসভাপতি ও মামলার বাদী জি এম আবু ইউছুপ বলেন, আমি মদ গাজা সহ মাদক, চাঁদাবাজ সহ অন্যান্য অপরাধ মুলক কর্মকান্ডে বাধা প্রদান করায় আসামীরা আগে থেকে আমার ক্ষিপ্ত হয়ে উঠে এবং সুযোগ খুজতে থাকে আমাকে মারপিট সহ জীবন নাশের চেষ্টা করতে থাকে, তারই ধারা বাহিকতায় আমাকে ও আমার লোকজনের উপর হামলা করা হয়েছে, আমি দ্রুত আসামীদের আটক পুর্বক আইনগত ব্যবস্থার দাবী করছি প্রসাশনের কাছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন, ইতিমধ্যে থানায় মামলা রেকর্ড করা হয়েছে, পরবর্তী কার্য্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *