মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী
নোয়াখালীর চাটখিল উপজেলায় বদলকোট ইউনিয়নের হরিকৃজ্ঞ পুর প্রবাসী বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অত্র ইউনিয়নের হরিকৃজ্ঞপুর-সাতবাড়িয়া ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেন, রায়হান তপদার, জসিম উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, খোকন তপদার, মাসুদ রানা, আমিন আহমেদ, মিলন পাটোয়ারী ও খোকন তপদারের অর্থায়নে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় বদলকোট ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, ইউনিয়ন বিএনপির সভাপতি মাওঃ ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ। আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল হাসান রিপন, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সেলিম, ওয়ার্ড বিএনপির নেতা দেলোয়ার হোসেন, ছাত্রনেতা শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা সফিকুর রহমান, কুয়েত জাতীয়তাবাদী প্রচারদলের সভাপতি বেল্লাল হোসেন মিঝি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের নেতা হোসনে মোবারক শাহীন, কাজী মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওমর সানি রবিন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।