শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে (৩৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনার পর ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার রামেরকুড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে একা ছিলেন ওই গৃহবধূ। এ সময় তার ভাসুর গোলাম রাব্বানী টিটু (৪৮) সেখানে প্রবেশ করেন এবং কুপ্রস্তাব দেন। ভুক্তভোগী এতে রাজি না হলে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে নারীকে মাটিতে ফেলে দিয়ে তার পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করার চেষ্টাও করেন তিনি। ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত গোলাম রব্বানী টিটু দ্রুত পালিয়ে যান। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজন স্থানীয় ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন। ভুক্তভোগীর স্বামী ও পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানোর পরও তিনি বিরত হননি। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।