ePaper

বিত্তহীন কৃষক সমবায় সমিতির ভূয়া বন্দোবস্তকারীদের অনুপ্রবেশ বন্ধে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

কাজী মামুন, পটুয়াখালী

গতকাল সোমবার সকাল ১১ টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সমানে জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউপির চরবাংলা গ্রামের প্রায় শতাধিক নারী পুরুষ মানববন্ধন করেন পরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সাথে দেখা করে ভোক্তভোগীরা তাদের দাবি প্রকাশ করেন এবং স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে ভোক্তভোগীরা জানান, ৯০ দশক থেকে কিছু পরিবার বসবাস করে আসছি প্রায় ৭০০ ভ’মিহীন ঝোপজঙ্গর পরিস্কার করে ঘরবাড়ি তৈরি করে দীর্ঘ ৩৫ বছর বসবাস করে আসছি, আমাদের বাবা দাদা ও ছেলে মেয়ের কবর এ ভূমিতে। চরবাংলা মূলত বুড়া গৌরাঙ্গ নদী থেকে জেগে উঠা একটি চর যা ২০০৮ সালের স্মারক নং ১৯ (বিচার) তারিখ ০৮/০২/২০০৮ তদন্তে বুড়া গৌরাঙ্গ নদীরই চর। ২০১২ সালে একবার আমাদের মাঝে অল্প সংক্ষ্যক ভূমিহীনদের একসনা ডিসিআরও দিয়েছিলো। মানববন্ধনে বক্তারা দাবি করেন সরকার বাহাদুর যাতে উক্ত জমি ১নং খাস খতিয়ানে রেকর্ড নেয়া হয় এবং ইতি পূর্বে অবৈধভাবে পেশি শক্তির জোড়ে কিছু প্রভাবশালী ব্যাক্তিরা ধারা ৩০ এ জাল-জালিয়াতি করে চরবাংলার জমি বন্দোবস্ত নিয়েছিলো যা স্থানীর সরকার বিভিন্নভাবে তদন্ত করে প্রায় ৩৫৭টি কেসের উপর আপত্তি দিয়েছেন। আমারা বর্তমান জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমাদিয়েছি আমরা চাই তিনি আমাদের প্রতি সঠিক সিদ্ধান্ত নিয়ে সার্বিক সহায়তা করবেন। সাস্মরকলিপি জমা দিতে আসা চরবাংলার থেকে আগত সাধারন মানুষদের কথা জেলা প্রশাসক  আবু হাসনাত মোহাম্মদ আরেফীন মোনজক দিয়ে শুনেন এবং তাতক্ষনিক লিখিত ভাবে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *