সুমন পল্লব, (চট্টগ্রাম) হাটহাজারী
ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতি কর্তৃক আয়োজিত জাগৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দী টিম চিটাগাং সিনিয়র ক্রিকেটার্স কে ৩৮ রান হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিডি কিংস দুবাই।
এশিয়ান স্পেশালাইজড হসপিটালের পৃষ্ঠপোষকতায় জাগৃতির সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব অহিদুল আলম, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মো. ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মান্নান দৌলত, জাগৃতির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিদুল আজম সাহেদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, প্রধান পৃষ্ঠপোষক লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী, মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল আলম তুহিন, উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুল আলম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি প্রমূখ। এছাড়াও স্পেশাল প্লেয়ার অফ দ্যা ম্যাচ চিটাগাং সিনিয়র ক্রিকেটার্সের কফিল উদ্দিন, ম্যান অফ দ্যা ফাইনাল বিডি কিংসের মো. রমজান, সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বিডি কিংসের ফরহাদ, সর্বোচ্চ রান সংগ্রাহক চিটাগাং সিনিয়র ক্রিকেটার্সের মো. কফিল উদ্দিন ও ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন বিডি কিংসের মোহাম্মদ ইয়াসিন।