ePaper

নওগাঁয় ভোটার দিবস পালিত

মোয়াজ্জেম হোসেন, নওগাঁ

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন-আগামীর প্রতিটি নির্বাচনে ভোট কেন্দ্রগুলো হবে বাধাহীন, নিরাপদ ও উৎসব মূখর। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারে সেটিই হবে নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। নির্বাচনের পূর্বে ভোটারদের উদ্বুদ্ধ এবং নির্ভূল ভোট প্রয়োগ নিশ্চিত প্রতিটি ইউনিয়নে ড্যামি ভোটের আয়োজন করার কথা তুলে ধরেন তিনি। এছাড়া নির্ভূল ভোটার তালিকা প্রনয়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান। গতকাল সকালে নওগাঁয় জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৭ম জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নওগাঁর ১১ টি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর অগ্রগতি তুলে ধরা হয় এবং কয়েকজন নাগরিকের মাঝে এনআইডি স্মার্টকার্ড বিতরণ করা হয়। এর আগে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি অংশ রালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উদ্বোধন স্থলে গিয়ে শেষ হয়। জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব এর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সাফিউল সারোয়ার, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *