ePaper

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাহিয়ান এক্সপ্রেস শাওন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। শনিবার বিকেলে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্যাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মো. সুমন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, সাবেক যুবদল নেতা মো. জসিম হাওলাদার, পায়রা বন্দর কর্মকর্তা সেখুল আরেফিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোজ্জাম্মেল হাওলাদার, সদস্য সচিব মো. সোবাহান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মো. নিয়াজ মোর্শেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজনে অংশগ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।” খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *