ePaper

রমজানে ১০০ টাকায় মিলবে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসের পবিত্রতা ও সবার ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে সাতক্ষীরায় চালু করা হয়েছে সুলভ মূল্যের বাজার। এই বাজারে ক্রেতারা মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন গরুর মাংস। গতকাল শনিবার সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে গরুর মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে। যা সাধারণ মানুষের জন্য একটি বড় সুযোগ। সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে মানুষ স্বল্প খরচে গরুর মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারবে। মাসব্যাপী এই বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। সময়ের সঙ্গে এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা মাত্র ১০০ টাকায়ও গরুর মাংস কিনতে পারবেন। সাতক্ষীরার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছেন, এই বিশেষ বাজার রমজান মাসে অনেকের জন্য বড় সহায়ক হবে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, সেখানে এই সুলভ মূল্যের বাজার আমাদের জন্য বড় স্বস্তি। স্বল্পমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম পেলে আমাদের পরিবারের জন্য অনেক উপকার হবে। আরেক ক্রেতা রাশেদা খাতুন বলেন, রমজান মাসে খাবারের ব্যয় বেড়ে যায়। কিন্তু এই বাজারের কারণে আমরা সহজে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছি। এটি খুবই ভালো উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *