ePaper

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আলী আহমেদ টুংকুর ছেলে। এতথ্য নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল শাহ জানান, কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তেজগাঁও থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা ও একটি বিস্ফোরক মামলা রয়েছে। এসব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে সিরাজগঞ্জে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *