ePaper

পটুয়াখালীতে শিব চতুর্দশি উৎসবে মন্দিরে মন্দিরে পূজা অনুষ্ঠিত

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধঃপটুয়াখালীর কলাপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শিব চতুর্দশি উপলক্ষে পটুয়াখালী কলাপাড়াতে মন্দিরে মন্দিরে মহাদেবের আরাধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর উপবাস থেকে দুধ, গঙ্গাজল, দই, ঘি, মধু, বেলপাতা, ফুল, ফল ও মিষ্টি অর্পণ করে শিবের অভিষেক করেন ভক্তরা।   শাস্ত্রমতে, শিবরাত্রি উপলক্ষে সন্ধ্যার পর থেকে রাতভর প্রহরে প্রহরে শিবলিঙ্গে গঙ্গাজল স্নান করানো হয়। বিশেষ করে স্বামীর মঙ্গল কামনায় বিবাহিত নারীরা এবং শিবের মতো বর প্রাপ্তির আশায় কুমারী নারীরা এ ব্রত পালন করেন। আজ (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ব্রত পালন করেন ভক্তরা। এসময় ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *