নিজস্ব প্রতিবেদক: যশোর সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে মাসব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচী উদ্বোধন করা হয়। গতকাল শহরের মুন্সী মেহেরুল্লাহ সড়কের বিভিন্ন গাছে পেরেক উঠিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা-কমচারীবৃন্দ।
যশোর সামাজিক বন বিভাগের উদ্যোগে মাসব্যাপী গাছের পেরেক অপসারণ কর্মসূচী উদ্বোধন
