ePaper

সিরাজগঞ্জে সরিষার বাম্পার  ফলনে খুশি কৃষক

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জঃ

ভালো দাম পাওয়ায় সকল ক্লান্তি ঝেড়ে ফেলে সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কৃষকেরা। বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়তি লাভের আশায় সরিষা চাষ করছেন জেলার কৃষকেরা। সরিষা তুলেই চাষ করবেন বোরো ধানের আবাদ। কৃষক সূত্রে জানা যায়, এ বছর জেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর জেলায় ৮৭ হাজার ১১৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশে দেশের সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়েছে। যা গতবছর ছিল ৮৫ হাজার ১৭০ হেক্টর। জেলার ৯ টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি উল্লাপাড়ায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৩ হাজার ৬৭০ হেক্টর আবাদ হয়েছে  ২৪ হাজার ৫৭০ হেক্টর। জেলায় আবাদকৃত সরিষার মধ্যে বারি ১৪, ১৭, ১৮ বিনা ৪, ৯ এবং টরি ৭ জাতের সরিষা আবাদ করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের কৃষক মো. আবু বক্কর সিদ্দিক জানান, এ বছর তিনি ১৫ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ সরিষা ৩ হাজার থেকে ৩ হাজার ২শ টাকা  বিক্রি হচ্ছে। উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর এই উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। তিনি আরো জানান, এই উপজেলায় এবছর সরিষা চাষের লক্ষমাত্রা ছিল ২৩৬১৫ হেক্টর জমিতে কিন্তু আবাদ হয়েছে ২৪৫৭০ হেক্টর। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ:জা:মু: আহসান শহীদ সরকার বলেন, ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য আমরা সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে সব রকম চেষ্টা চালাচ্ছি। এবছর জেলায় ৮৭ হাজার ১১৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আমরা কৃষকদের সরিষা চাষে সার, বীজ প্রণোদনা প্রদান করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *