ePaper

এবার নাহিদ রানার প্রশংসায় পাকিস্তানের কোচ

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবার সাদা বলে ঝড় তুলতে দেখা গিয়েছে নাহিদ রানাকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি ধরা যায় যাকে, সেই নাহিদ সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকটা খারাপ করেননি।

দল না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে অখুশি হতে চাইবেন না রানা। ৪৩ রান খরচায় এদিন ১ উইকেট শিকার করেন গতিময় এই পেসার। সেই উইকেটও বেশ মূল্যবান। কেইন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন এই চাপাই এক্সপ্রেস। ম্যাচে দারুণ বল করা নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছিলেন রাচীন রবীন্দ্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান। ম্যাচের আগের দিন আজ বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন কোচ আকিভ জাভেদ। সেখানে টাইগার পেসারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পাক এই কোচ। সঙ্গে পুরো পেস ইউনিটকে নিয়ে ঝরেছে প্রশংসার বাণী।

আকিভ বলছিলেন, ‘বাংলাদেশ দল যখন পাকিস্তানে সিরিজ খেলতে এসেছিল তখন দেখেছি নাহিদ রানার খেলা, পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখেছি। আমি মনে করি সে খুব ভালো স্কিলফুল বোলার। তার উচ্চতা, পেস খুব ভালো। তাসকিন আহমেদ ও স্কিলফুল, মুস্তাফিজুর রহমান অভিজ্ঞ বোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *