ePaper

কলাবাধার ঠাকুর বাড়ী তারা কুঠির কালী মন্দিরের জমি বেদখলের চেষ্টার হুমকির অভিযোগ 

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলাবাধা ঠাকুর বাড়ী দেড়শত বছর আগের নির্মাণাধীন তারা কুঠির কালী মন্দিরের জমি বেদখল করার চেষ্টায় লিপ্ত আছেন ও হুমকি প্রদর্শন করেছেন একই এলাকার বাসিন্দা প্রতিপক্ষ শাহীনুর ইসলাম, আমজাদ হোসেন, শিল্পী বেগম, জুলহাস, শাহজাহান, জিয়াউল হক,জামিরন বেগম,চান শেখ,রেজাউল করিম, সমন শেখ, চম্পা বেগম গংরা। যে কোন সময় এই ১৫০ বছরের উপরে নির্মাণাধীন তারা কুঠির কালী মন্দির দৃশ্যমান থাকলেও এই মন্দিরের জমি নিয়ে দুই পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এমন আশংকায় রয়েছে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন ও এলাকাবাসী। এমন অভিযোগ করে জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত,জামালপুরে পিটিশন মোকাদ্দমা নং ৪৮৩/২০২৪ ইং ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেছেন উক্ত মন্দির কমিটির সভাপতি বিউটি রাণী উপাধ্যায়

 তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কলাবাধা তাঁরা কুঠির কালী মন্দিরটি দীর্ঘ ১৫০ বছরের বেশি দিন যাবৎ প্রতিষ্ঠা করেছেন আমাদের পূর্ব পুরুষরা। এই মন্দির ছাড়াও মন্দিরের সন্মুুখে আরো ১০ শতাংশ জমি মন্দিরের দখলে রয়েছে। সেখানে মন্দিরের বিভিন্ন কাজে সুরক্ষিত রয়েছে বৈঠকখানার মত ঘর। সেই জমি বেদখল করতে মরিয়া হয়ে উঠেছে উক্ত কুচক্রী মহল ভূমি দস্যুরা। তবে বিগত ১৭/০২/২০২৫ তারিখে জামালপুর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আদেশ জারি করেন যে,উভয় পক্ষকে স্ব স্ব শান্তিপূর্ণ ভাবে অবস্থান করার জন্য নির্দেশ দেন বিজ্ঞ আদালত। তবে ইতিপূর্বে বিগত ২০১৪ সালের সম্ভবত এপ্রিল মাসের ২০ তারিখে আওয়ামী লীগ সরকারের আমলে  কতিপয় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের পরোক্ষ মদদে একদল অজ্ঞাত দুর্বৃত্তরা উক্ত মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছিলো যাহা জামালপুর জেলা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক পল্লী কন্ঠ প্রতিদিন পএিকায় ২৪ এপ্রিল ২০১৪ সালে এবং  বাংলা ১১ বৈশাখ ১৪২১ সালে সংবাদ প্রকাশিত হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *