ePaper

নোয়াখালী সদরে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

 ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:

  নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এজবালিয়া ইউনিয়নের সমিতির দোকান এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি., সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার আনোয়ার হোসেন ও রাজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ব্যবসায়ী মো: সোহাগ বাদি হয়ে পশ্চিম এজবালিয়া গ্রামের আজিজুল হক মাঝির বাড়ির মো: নিজাম এর পুত্র আনোয়ার হোসেন(৩০) ও বদু মাঝি বাড়ির আবুল বাসারের পুত্র রাজন(১৯)সহ অজ্ঞাত ১০/১২ জন ডাকাতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ  এখনো কোন আসামী গ্রেফতার বা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।

সরেজমিন গিয়ে জানা যায়, ব্যবসায়ী সোহাগ ১৮ ফেব্রুয়ারী ঘটনার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান।  ১৯ ফেব্রুয়ারী রাত পৌনে ২ টার দিকে তিনি ভাংচুরের আওয়াজ শুনে এলাকার কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে এসে দেখেন আনোয়ার ও রাজনসহ মুখোশপরা একদল ডাকাত তার দোকানের সার্টার ও তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, দোকানের বিভন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। একই সময় ডাকাতরা পাশ্ববর্তি ব্যবসায়ী নুরুল আমিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সার্টার ও তালা কেটে মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ডাকাতির সময় অস্ত্রের ভয়ে স্থানীয়রা কেউ এগিয়ে আসার সাহস পায়নি। এদিকে ঘটনার সময় ব্যবসায়ী সোহাগ ৯৯৯ এ কল করলে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কোন অপরাধীকে গ্রেফতার বা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।

তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আনোয়ার ও রাজনকে এলাকায় পাওয়া যায়নি।  

 নোয়াখালী সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *