ePaper

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা

সাহেদ চৌধুরী , ফেনী প্রতিনিধি

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ জরিমানা করেন। সূত্রে জানা গেছে, আজ ২৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে বের হয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এসময় ট্রাংক রোড়ে বড় মসজিদ মার্কেটের নিচতলায় অতিরিক্ত দামে ইচ্ছে মতো খেজুরের মূল্য সংযোজন করায়, সানওয়ে সুপার সপ মালিক সাইফুল ইসলাম কে ৫ হাজার টাকা, তীর তেলের বতলের গায়ে মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় বড় বাজারের ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা, ছোলা বুট অতিরিক্ত দামে বিক্রি ও ক্রয় রশিদ না রাখায় সোহেল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, রমজানকে সামনে রেখে নিত্যাপন্য বাজার মূল্য তদারকি ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে, খেজুর, তেল, চোলা সহ যাবতীয় পন্য সামগ্রিই মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ব্যবসায়ীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *