ePaper

নির্বাচনের জন্য আরো ৮৫ হাজার লোককে প্রশিক্ষণ দেয়া হবে … নারায়ণগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক

আল আমিন, নারায়ণগঞ্জ :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বর্তমান যে নিরাপত্তার পরিস্থিতি সে জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে। তারা হামলার মুখোমুখি আহত হলেও সর্বান্তকরনে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নের জায়গায় এই বাহিনী কাজ করে যাচ্ছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আমাদের ডিজিটালাইজেশনের কাজ শেষ পর্যায়ে। আমাদের ৬০ লাখের যে ডাটাবেজ সেটা ইনশাআল্লাহ তৈরী হয়ে গেছে। গত আগস্টের পর থেকে ১ লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদেরকে সামাজিক নিরাপত্তার কাজে লাগানো গেলে নিরাপত্তার হুমকী সেগুলোকে ঠেকানো সম্ভব। এ বছর নির্বাচনের জন্য আরো ৮৫ হাজার প্রশিক্ষণ নিবেন। ইতোমধ্যে ডাটাবেইজ তৈরী হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে দলনেতাদের ডাটাবেইজে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, এটা শেষ করতে পারলে দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা করে দেখাতে পারবো। আমাদের ৬০ লাখের জনবলের ১২০ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে নিয়ে যেতে চাই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্ব উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন,  ৭ ফিল্ড আর্টিলারী অধিনায়ক লেঃ কর্ণেল আরমিল রাজী, র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট  কানিজ ফারজানা শান্তা।

অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বন্দর উপজেলা কোম্পানী কমান্ডার মোঃ সামসুল হক দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন দলনেত্রী লিপি আক্তার, রূপগঞ্জের তারবো পৌরসভার ওয়ার্ড দলনেতা মোঃ আবু বক্কর সিদ্দিককে পুরস্কার তুলে দেয় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *