সৌমিত্র সুমন,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর কলাপাড়ায় মিষ্টি পানি না পাওয়ায় আশানুরূপ তরমুজ ফলন পাননি অনেক কৃষক। মিঠাগঞ্জ গ্রামের খোকন শিকদার সরকারি খাল থেকে পানি নিয়ে বাম্পার ফলন পেলেও, নদীর লবণ পানি ব্যবহার করা কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। কলাপাড়ার বিভিন্ন এলাকার কৃষকরা জানান, খাল শুকিয়ে যাওয়ায় লবণাক্ত পানি দিয়ে চাষ করতে হয়েছে, ফলে ফলন কম হয়েছে এবং তরমুজের আকারও ছোট হয়েছে। তারা দখল ও ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার ও খননের দাবি জানিয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, কলাপাড়ায় এ বছর ৩৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। অনেক জায়গায় খালে পানি না থাকায় কৃষকরা সমস্যায় পড়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মিষ্টি পানির সংকটে কম ফলন, খাল খননের দাবি কৃষকদের
