ePaper

খুলনার পাবলিক কলেজের ৩৭তম বার্ষিক তারুণ্যের ক্রীড়া উৎসবে – পুলিশ কমিশনার

শেখ জিকু আলম, খুলনা

রোববার ফাল্গুনের স্নিগ্ধ সকালে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে খুলনার পাবলিক কলেজের ৩৭তম বার্ষিক তারুণ্যের ক্রীড়া উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত তারুণ্যের বার্ষিক ক্রীড়া উৎসবের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। উক্ত বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ, লে. কর্ণেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম, এএসসি। এসময়ে প্রধান অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার তিনি তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বসন্তের চমৎকার রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ সকালে তারুণ্যের ক্রীড়া উৎসবের বর্ণাঢ্য আয়োজনের এই উৎসবমুখর আবহে মনে হচ্ছে যেন আমি অতীতের আমার সেই স্মৃতির কৈশরের দূরন্তপনার সেই দিনগুলোতে আবাও ফিরে গিয়েছি। তিনি এসময়ে সকলকে আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হচ্ছে শরীর চর্চার একটি অন্যতম মাধ্যম। নিয়মিত স্পোটর্স এক্টিভিটিস, খেলাধূলা, দৌঁড়ঝাপ করলে শরীর মন দুটোই ভালো থাকে। যেকোন প্রতিযোগিতায় ভালো করার চেয়ে অংশগ্রহণ করাটাই হলো মূখ্য বিষয়। অংশগ্রহণ করা মানেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করবো বিষয়টা এমন নয়। হার-জিত থাকবে সে কারণে মন খারাপ করলে চলবে না। তিনি অভিভাবদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সকলেই নিজ নিজ কর্তব্যে সন্তানদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান এবং একইসাথে তাদের প্রতি সঠিক দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য অভিভাবকদের প্রতি তিনি বিশেষ অনুরোধ জানান। পরিশেষে তিনি তার বক্তব্যে বলেন, আমরা সকলে মিলে মিশে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সুখী-সমৃদ্ধ একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চাই। খুলনার পাবলিক কলেজের ৩৭তম বার্ষিক তারুণ্যের ক্রীড়া উৎসবে শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ এসময়ে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *