ePaper

হঠাৎ মাঠে বুমরাহ, বুঝে নিলেন আইসিসির সেরার পুরস্কার

ক্রীড়া ডেস্ক

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। আজ (রোববার) দুবাইয়ে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের আগে মাঠে দেখা গেল তাকে। সতীর্থদের সঙ্গে খোশগল্পে মাতলেন কিছুটা সময়। পরে আইসিসির সেরার পুরস্কারও গ্রহণ করলেন।

দুবাইয়ে ম্যাচ শুরু হতে তখনও আধ ঘণ্টার মতো বাকি ছিল। হঠাৎই ক্যামেরায় দেখা যায় বুমরাহকে। সতীর্থদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে গল্প করছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাকি ক্রিকেটারদের এক এক করে জড়িয়ে ধরেন। তাদের কিছু কথাও বলেন। কথা হয় কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও। শামিকে পেয়ে জড়িয়ে ধরেন বুমরাহ। পাল্টা তার পিঠ চাপড়ে দেন ভারতের ক্রিকেটাররা।

পুরুষ বিভাগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বুমরাহ। পাশাপাশি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা একাদশেও রয়েছেন তিনি। আইসিসি চেয়ারম্যান জয় শাহ দু’টি ট্রফি এবং দু’টি টুপি তুলে দেন বুমরাহের হাতে। জানা গিয়েছে, পুরস্কার তুলে দেওয়ার জন্যই তাকে ডাকা হয়েছে দুবাইয়ে। পুরস্কার নেওয়ার পরে তিনি সতীর্থদের সঙ্গে দেখা করেন।

অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। টেস্টের শেষ দিন বল করতে পারেনি। ম্যাচও হারে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি। পরে ছিটকে যান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। যদিও টুর্নামেন্টটির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *