ePaper

মধুখালীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতা ও বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরন অনুষ্ঠান উপজেলা প্রশাসন উপজেলা ও প্রাথমিক শিক্ষা অফিস দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও স্বাগতম বক্তব্য শেষে প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল। বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব ইলাহী, উপজেলা নির্বাচন অফিসার মনজুরুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমত কাদির, মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া, কানিজ ফাতেমা, রুমা আক্তার তুলি প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভাগীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার, দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান সহ ৯৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক এবং অভিভাবক ও প্রতিযোগীতা শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। প্রতিযোগিতায় ৫৪ টি ইভেন্টে ৯৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয়। ক্রীড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেছড়দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান ও ঘোপঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান। পুরস্কার বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *