ePaper

লালমনিরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

লিয়াকত আলী, লালমনিরহাট

“যদিও বৃদ্ধ হই, আমরা কারো দারস্থ নই” এই স্লোগানে লালমনিরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিনোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শবিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান মনছুর আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হীরা লাল রায়, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আবদুল আজিজ, কোষাধ্যক্ষ কামাক্ষ্যা চরণ রায়, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা। এসময় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মমতাজ আলী, নজরুল ইসলাম, ফাতেমা খাতুন, বজলার রহমান, সুবল চন্দ্র বর্মন, ফজলে এলাহী প্রধান, ফরিদা ইয়াসমিন, কালীপদ রায়, তালেব আলীসহ অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিনোদন অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *