১.
পি. কে. বিশ্বাস
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর গতকাল শনিবার জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারীতে শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ‘ক’ বিভাগ (শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি) থেকে প্রথম স্থান অর্জন করে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাবিয়া হোসাইন তেহজীব, দ্বিতীয় স্থান অর্জন করে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফিজা আম্তুল্লাহ এবং তৃতীয় স্থান অর্জন করে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আহাদি। ‘খ’ বিভাগ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) থেকে প্রথম স্থান অর্জন করে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাবিহাহ, দ্বিতীয় স্থান অর্জন করে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বর্ণ বল এবং তৃতীয় স্থান অর্জন করে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা। ‘গ’ বিভাগ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) থেকে প্রথম স্থান অর্জন করে ক্যামব্রিয়ান স্কুলএন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহিরা বিনতে মুনির, দ্বিতীয় স্থান অর্জন করে শহীদ বীরউত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনাওয়ারা মালিয়াত এবং তৃতীয় স্থান অর্জন করে ক্যামব্রিয়ান স্কুল এন্ডকলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুবাহা তাবাচ্ছুম। ‘ঘ’ বিভাগ (নবম ও দশম শ্রেণি) থেকে প্রথম স্থান অর্জন করে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী প্রতীতি মৃধা, দ্বিতীয় স্থান অর্জন করে ক্যামব্রিয়ান স্কুল এন্ডকলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাবিল রেজা এবং তৃতীয় স্থান অর্জন করে হলি ক্রস স্কুল এন্ডকলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা সাহা।