ePaper

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হাজারো দর্শকের উচ্ছ্বাস

সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লড়াইয়ে অংশ নেয় স্থানীয় সোহেল মিরার বলি মহিষ ও মো. হেলালের বলি মহিষ। প্রায় ১০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে জয়ী হয় সোহেল মিরার মহিষ। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকাজুড়ে দেখা দেয় উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে ছুটে আসা হাজারো দর্শক দুই মহিষের দুর্দান্ত লড়াই উপভোগ করেন। এমন ঐতিহ্যবাহী আয়োজন দেখে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়রা জানান, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এ ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *