ePaper

গাজীপুরের শ্রীপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মিছিল

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে উপজেলা ও পৌর বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল এর দাবীতে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় টেংরা রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে রেলস্টেশন এলাকায় বিএনপির অফিসের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা’র সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন কাঁইয়া, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেব ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আবুল মুনসুর মন্ডল, খায়রুল কবির মন্ডল আজাদ, ইকবাল হাসান কাজল, মশিউর রহমান খাঁন টিটু, মোসলেম উদ্দিন মৃধা, শরীফ মোহাম্মদ সিদ্দিকী, বিল্লাল হোসেন, নাহীন আহমেদ মমতাজী, আফাজ মোল্লা, টিপু সুলতান, রেজাউল করিম খোকন, মুক্তারুল করিম শামীম, আবু জাফর, আবুল কালাম আজাদ, রানা আকন্দ, নাজমুল হক, আবু তাহের প্রধান, শফিকুল ইসলাম, আনোয়ার খাঁন, সোহেল ফকির, ফজুলুল করিম নয়ন, নিজামউদ্দিন, রোমান, সবুজ প্রধান, ফরহাদ রহমান প্রমুখ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব বলেন, উপজেলা ও পৌর বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবীতে আজকে এই মিছিল সমাবেশ। বিগত দিনে উপজেলা ও পৌর বিএনপির দ্বায়িত্বে থেকে বিভিন্ন অপকর্ম করে যারা বিএনপির সুনাম নস্ট করেছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য ব্যাক্তিদের দিয়ে আহ্বায়ক কমিটি করা দাবি জানানো হচ্ছে। তিনি আরো বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটিতে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে ১ নং যুগ্ন আহ্বায়ক করায় আমরা কৃতজ্ঞা প্রকাশ করছি। আগামী ২৫ ফেব্রুয়ারী গাজীপুর জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *