ePaper

গাইবান্ধায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি।

গাইবান্ধা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  করেছে মেডিক্যাল রিপ্রেজেন্টটিভরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিটিক্যাল ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টা ব্যাপী মানববন্ধনে প্রায় আড়াই শতাধিক মেডিক্যাল রিপ্রেজেন্টটিভ ও  ম্যানেজারগন অংশ নেন। গাইবান্ধা সদর উপজেলার ফারিয়ার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ম্যানেজার্স ফোরামের সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তারা বলেন, আমরা মেডিক্যাল রিপ্রেজেন্টটিভ ও ম্যানেজারগন গাইবান্ধার চিকিৎসকদের কাছে ঔষধ সম্পর্কে নিত্য নতুন তথ্যাদি  দিয়ে চিকিৎসা সেবাকে আরও উন্নত করার কাজে নিয়োজিত রয়েছি। কিন্তু আমাদের কাছে অনৈতিকভাবে পিকনিকের নামে ৩লক্ষ টাকা চাঁদা দাবি করেন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন ও সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন বিপ্লব। অতিসম্প্রতি বিপ্লব তার মালিকানাধীন ঐশি ক্লিনিকে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে চাঁদা দাবি করে। চাদা দিতে অপরাগতা জানালে তারা প্রতিহিংসা মূলকভাবে ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে ক্লিনিক ও ডায়াগনেস্টটিক সেন্টার গুলোতে ভিজিট করতে নিষেধাজ্ঞা দেন।দেশের কোথাও কোন মালিক সংগঠন কর্তৃক এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। মালিক কতৃপক্ষ তাদের নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে রিপ্রেজেনটেটিভদের হেয় প্রতিপন্নকরণের চেষ্টা করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের হীন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ঔষুধ সরবরাহ বন্ধসহ বড় ধরনের কর্মসূচির করবে বলে হুশিয়ারি দেন।পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *